সারা দেশে মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে। সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জে করোনার উত্তাপ কমে এসেছে। গত ৫ দিনে করোনায় কারো মৃত্যু হয়নি। সবশেষ ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৭০ বছর বয়সের এক নারীর মৃত্যু হয়।
এছাড়াও মাসের প্রথম ১০ দিনে মাত্র দুইজন করোনায় প্রাণ হারিয়েছেন। বিপরীতে এই দশদিনে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যাও কমে ৯৩৮ জনে নেমে এসেছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের দেয়া নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন অফিসের দেয়া পরিসংখ্যানে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ৪২ জন। ৪৭৫ জনের করোনার পরীক্ষার বিপরীতে ওই ৪২ জনের দেহে করোনার উপস্থিতি মেলে।
জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩১৯ জন। শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জে মোট ২৫ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তের পরে আরোগ্য লাভ করেছে ২৪ হাজার ২৮৮ জন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন মঙ্গলবার এমন রোগীর সংখ্যা ৯৩৮ জন।
যদিও আগস্ট মাসে নারায়ণগঞ্জে করোনায় কেড়ে নিয়েছে ৫৩ জনের প্রাণ। একইভাবে এ মাসে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৬০ জন। যদিও ওই মাসে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৭০ জন।
জানা গেছে, তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে সেপ্টেম্বর মাস শুরু হয়। ওইদিন করোনায় আক্রান্ত হয় ৮২ জন। পরের দিন ২ সেপ্টেম্বর একজন মারা যায়, আক্রান্ত হয় ৮৬ জন, ৩ সেপ্টেম্বর আক্রান্ত হয় ৭৯, ৪ সেপ্টেম্বর মাত্র ১৬ জন আক্রান্ত হয়, ৫ সেপ্টেম্বর ৬৮ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়, ৬ সেপ্টেম্বর ৩৯ জন আক্রান্ত হয়, ৭ সেপ্টেম্বর ৩৯ জন আক্রান্ত হয়, ৮ সেপ্টেম্বর ৭০ জন আক্রান্ত হয়, ৯ সেপ্টেম্বর ৭৯ জন ও ১০ সেপ্টেম্বর ৪২ জন আক্রান্ত হন।
Leave a Reply