বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৬১ রানের বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে তাসকিনকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদ দিয়েছেন ২ রান। নাসুমের দ্বিতীর ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন রবীন্দ্র। সেটি তালুবন্দী করতে পারেননি শামিম।
শুরু থেকেই আগ্রাসী কিউই ওপেনার ফিন অ্যালেন। চার ছয়ের ফুলঝুড়িতে দ্রতই বাড়াচ্ছেন রানের চাকা। শরিফুলের করা ইনিংসের চতুর্থ ওভারে অ্যালেন ১৯ রান নেন।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।
নিউজল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্রে, উইল ইয়াং, টম লাথাম(অধিনায়ক), কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকোলস, কল ম্যাককোইন, স্কোট কাগলেজিন, অ্যাজাজ প্যাটেল, জ্যাকব ডাফি এবং বেন সিয়ার্স।
Leave a Reply