1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মনোনয়নেও চমক দিলেন মমতা - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন

মনোনয়নেও চমক দিলেন মমতা

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মনোনয়নেও বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী এবং প্রযোজক নিসপাল সিং রানে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম৷ মুখ্যমন্ত্রীর মনোনয়নে আরও দুই প্রস্তাবক ছিলেন দলের প্রাক্তন কাউন্সিলর বাবলু সিং এবং মীরজ শাহ৷

 

গণেশ চতুর্থীর দিনই যে তিনি মনোনয়ন পেশ করবেন, গত বুধবার দলীয় কর্মিসভা থেকেই তা ঘোষণা করে দিয়েছিলেন তৃৃণমূলনেত্রী৷ সেই মতো এ দিন বেলা দুটো নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন নিসপাল সিং রানে, ইসমত হাকিম, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়রা৷ মুখ্যমন্ত্রী যখন মনোনয়ন জমা দিতে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের ভিতরে ঢোকেন, তখন তাঁর সঙ্গে ছিলেন ইসমত হাকিম এবং নিসপাল রানে৷ রাজ্যের পরিবহণমন্ত্রীর স্ত্রী এবং তৃণমূলের শীর্ষ নেতার স্ত্রী হিসেবে ইসমত হাকিমের মমতার প্রস্তাবক হওয়ার মধ্যে সেভাবে চমকের উপাদান ছিল না৷ কিন্তু নিসপাল রানের উপস্থিতি অনেককেই অবাক করেছে৷ টলিউডের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠ যোগ অবশ্য নতুন কিছু নয়৷

 

মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷’ মনে করা হচ্ছে, নিসপাল ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা বলেই তাঁকে প্রস্তাবক হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি এবং শিখ সম্প্রদায়ের মানুষ বাস করেন৷ ফলে এই ভোটারদের বার্তা দিতেও নিসপাল সিং রানেকে প্রস্তাবক করার কৌশল মুখ্যমন্ত্রী নিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷

 

অন্যদিকে ভবানীপুরে ভাল সংখ্যক গুজরাতি ভোট রয়েছে৷ সেকথা মাথায় রেখে ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রধান মীরজ শাহকে সঙ্গে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

মনোনয়ন জমা দিয়ে নিয়ম মতো প্রার্থী হিসেবে শপথবাক্যও পাঠ করেন মুখ্যমন্ত্রী৷ এই নিয়ে তৃতীয় বার ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূলনেত্রী৷ তবে মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি মুখ্যমন্ত্রী৷ ভবানীপুরে অন্যান্য দলগুলির তুলনায় অনেকটা আগে প্রচার শুরু করেছিল তৃণমূল৷ সিপিএম, বিজেপি প্রার্থীদের আগে মনোনয়নও জমা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হিসেবে নিশপাল সিং রানের নাম ঘোষণা করেছে বিজেপি৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিপক্ষে সিপিএম প্রার্থী করেছে শ্রীজীব বিশ্বাসকে৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হওয়ার কথা৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট