গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বালাসীঘাট নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালাসীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজেদুর রহমানের নেতৃত্বে একটি টিম বালাসীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৭২ বোতল ফেন্সিডিলসহ আবির হোসেন (২২) নামে একজনকে আটক করে নৌ-পুলিশ।
আবির হোসেনের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ডালজোরা গ্রামে। সে ওই গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
বালাসীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন, নদী পথ দিয়ে যাওয়ার সময় আবির হোসেন একটি ব্যাগে ফেন্সিডিল বহন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তার সাথে থাকা ব্যাগে ৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply