1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ইকবাল হাসান , নেত্রকোণা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওমী লীগের সাধারণ সম্পাদক মফিজ আলীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে শিবনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

 

জানা যায়, চুরি করা মালামালের সন্ধান পাওয়া যায়। এরপর কিছু মালামাল উদ্ধার করে। বাকী মালামাল উদ্ধারের জন্যে আওমী লীগের সাধারণ সম্পাদক মফিজ আলী ও ওমর আলী (সৌদি প্রবাসী) শিবনগর কান্দাপাড়া বাজারে গেলে তাদের প্রতিপক্ষের ১০/১৫ জন লোকে শিবনগর গ্রামে নিয়ে বেধরক মারপিট করে। পরে ঘটনাস্থলেই আওমী লীগের সাধারণ সম্পাদক মফিজ আলী নিহত হয়। গুরুত্বর আহত ওমর আলী (সৌদি প্রবাসী) কে গুরুতর অবস্থায় নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওমর আলী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাতের আঁধারে কে বা কারা নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের আনোয়ার হোসেনকে হত্যা করে। হত্যার পর মকবুল হোসেন বাদী হয়ে সোহেল মিয়া, মরম আলী, আনিসুর রহমান, স্বপন মিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর বাদী পক্ষের লোকজন আসামীদের ৯টি বাড়ি-ঘর ভাঙচুর করে। লুটপাট করে মালামাল নিয়ে যায়।

 

এ ব্যাপারে কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুল্লাহ খান বাংলা টাইমসকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল নেত্রকোণায় প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট