নেইমার প্রথমে সতীর্থকে দিয়ে করালেন প্রথমে এক গোল। পরে নিজে করলেন আরও একটি। গোল-এসিস্ট করে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি পুরোপুরি নিজের করে নিলেন নেইমার। যার সুবাদে বাছাইপর্বে আট ম্যাচে টানা অষ্টম জয় তুলে নিয়েছে ব্রাজিল।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জেতান মেসি, আর নেইমার নৈপুণ্যে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে পেরুকে।
রেসিফের এরেনা ডি পার্নামবুকো স্টেডিয়ামে করা দুটি গোলেই অবদান নেইমারের। ১৪ মিনিটে রিবেইরোকে দিয়ে গোল করানোর পর ৪০ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড ১২তম গোল করেন। বিশ্বকাপের বাছাইয়ে এখন তিনিই শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা।
৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
Leave a Reply