1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
তিস্তার ভাঙনে বিলীন বসতবাড়ি-ফসলি জমি - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

তিস্তার ভাঙনে বিলীন বসতবাড়ি-ফসলি জমি

সফিকুল ইসলাম রাজা, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। অব্যাহত ভাঙনে উপজেলার হরিপুর, বেলকা, তারাপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বসতবাড়ি, আবাদি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান, হাট-বাজার, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হচ্ছে।

 

গত এক সপ্তাহের ব্যবধানে হরিপুর ইউনিয়নের কাশিম বাজার, পাড়া সাদুয়া, চরমাদারী পাড়া, লখিয়ার পাড়, মাদারীপাড়া এলাকায় তিস্তার অব্যাহত ভাঙনে শতাধিক বসতবাড়ি ও ১০০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, কাশিম বাজার, পাড়া সাদুয়া, চরমাদারী পাড়া, লখিয়ার পাড়, মাদারীপাড়া এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। পানি যতই কমছে ভাঙন ততই বাড়ছে।

 

ইতোমধ্যে ওই এলাকার দুটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও হাজারও একর ফসলি জমি।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বাংলা টাইমসকে জানান, চেয়ারম্যানদের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা গেছে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সরকারি বরাদ্দ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট