কু্ড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর ) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, চিলমারী উপজেলার কড়াই বরিশাল এলাকায় পাট ধোঁয়া কাজে নিয়োজিত থাকার সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকেহঠাৎ বৃষ্টির শুরু হয়। এরপর বজ্রপাত হয়। এ সময় কাজে নিয়োজিত অষ্টমীর চর ইউনিয়ন বাসিন্দা তমশের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই এলাকার সোনামিয়া ও আ: ছামাদ বজ্রপাতে মারা যায়।
এ ঘটনায় আহত আ: ছালামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার।
Leave a Reply