কুড়িগ্রামের চিলমারীতে বন্যা কবলিত কৃষকদের মাঝে গবাদিপশুর দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টম্বর) সকালে উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদে ৫৮০জন কৃষকদের মাঝে জনপ্রতি ২বস্তা করে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণিসম্পদ দপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান।
এ সময় প্রাণিসম্পদ দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোহা: ইসমাইল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গয়ছল হক মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র সহযোগিতায় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
Leave a Reply