1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
এহসান গ্রুপের চেয়ারম্যান আটক - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন

এহসান গ্রুপের চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসানকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে র‌্যাব।

 

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

জানা গেছে, গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় না করে রাগীব আহসান নিজ ও আত্মীয়স্বজনের নামে জমি ক্রয় করেন। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এহসান গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে।

 

এর আগে, গত রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলা হয়। গ্রাহকদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানটি ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট