আম্পায়ার নাদির শাহ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জুমার পর হবে জানাজা।
নাদির শাহ অনেকদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর আর মাঠে ফেরা হলো না তার।
শারিরীক অবস্থা খারাপ হওয়ায় তাকে গত ২৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাদির শাহ মারা যান।
২০০৬ সালে বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে নাদির শাহ-এর আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয়। ৬ বছরে পরিচালনা করেছেন ৪০ ওয়ানডে ম্যাচ ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ।
Leave a Reply