1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবী লক্ষ্মীপুরের সাংবাদিকদের - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবী লক্ষ্মীপুরের সাংবাদিকদের

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের সিইও নঈম নিজামসহ দেশের শীর্ষ পর্যায়ের ৪টি সংবাদ মাধ্যমের সম্পাদকসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকরা।

 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যেগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, ক্লাবের সহ-সভাপতি ও একুশে টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস নয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করায় দেশ বরেন্য সাংবাদিক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, ইনামুল হক চৌধুরীসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আজ দেশের সাংবাদিক সমাজ মেনে নিতে পারছেনা এবং পারবেনা। অবিলম্বে উদ্দেশ্যমূলক ওই মামলা প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন-একাত্তর টিভির আতাউর রহমান মনির,সাংবাদিক ইসমাইল হোসেন জবু, জহিরুল ইসলাম শিবলু, নাজিম উদ্দিন রানা, বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি জহির উদ্দিন, বৈশাখী টেলিভিশনের মাজহারুল আনোয়ার টিপু, সাংবাদিক কাজল কায়েস, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিস কবির, সাংবাদিক কামালুর রহিম সমর, আবু জাকের রাবেত, একিউএম সাহাবউদ্দিন, জাহাঙ্গীর লিটন, হাবিবুর রহমান সবুজ, রেজাউল করিম পারভেজ, ভোরের ডাকের কামাল উদ্দিন, মাছরাঙ্গা টিভির শাকের মোহাম্মদ রাসেল, আরটিভির পলাশ সাহা, বাংলা টিভির জামাল উদ্দিন রাফি, সাংবাদিক সাইফুল আলম, ফয়জুল আজিম শিশির, আনিস মোহন, আলী হোসেন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ঢাকা পোস্টের হাসান মাহমুদ শাকিল, রাজীব হোসেন রাজুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট