একদিনের ব্যবধানে ফের কুয়াকাটায় সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে আরো একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল দশটায় সৈকতের সানসেট পয়েন্টে এটিকে দেখতে পায় স্থানীয়রা।
ডলফিনটির মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে বুধরারসকালে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি ও বিকালে ৪ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন ভেসে আসে। এনিয়ে এবছর সৈকতে ২০ টি মৃত ডলফিন ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইসলাম বাংলা টাইমসকে জানান, ভেসে আসা মৃত ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আজও মৃত ডলফিনের স্যাম্পল কালেকশন করে মাটিচাপা দিতে বলা হয়েছে।
Leave a Reply