নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান সুজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দুই মাস পর আবারও একটি মাথার খুলি ও সাতটি হাড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পুড়ে যাওয়া কারখানায় তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও সিআইডির সদস্যরা মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ বলেন, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ওই কারখানায় তল্লাশি চালানো হয়। এদিন বিকেল ৫টার দিকে কারখানার চতুর্থ তলার দক্ষিণ পাশ থেকে এক জনের মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে লাবুনি, সাজ্জাত ও মহিউদ্দিন নামে আরও তিন শ্রমিক নিখোঁজ আছেন- স্বজনদের কাছ থেকে এমন আবেদন পেয়ে কারখানায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়।
Leave a Reply