1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সিরাজগঞ্জে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫ - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
ফাইল ফটো

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও পাঁচ জন। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার এনায়েতপুরে এঘটনা ঘটে।

 

নিহতরা হলো-জামালপুর জেলার ইসলামপুর থানার পাতাশী গ্রামের মৃত সোরোয়ারদীর স্ত্রী মোছা. ঝিলিমন (৬০) একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোরমা মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী মোছা. ফুল বেগম (৬৫)। মৃতদেহ বর্তমানে এনায়েতপুর দরবার শরীফে আছে। এছাড়াও মোহাম্মদ লালন (২০) নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বালা টাইমসকে জানান, জামালপুর থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মাজারে আসছিলেন একটি যাত্রীবাহী নৌকা। নৌকাটি এনায়েতপুর এলাকায় পৌছলে প্রবল স্রোতেরে কবলে পড়ে এঘটনা ঘটে।

 

তিনি আরও বলেন, ২টি মরদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরও ৪/৫ জন নিখোঁজ আছে বলে জানতে পেরেছি। থানা পুলিশ এবং বেলকুচি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট