যশোরের শার্শা উপজেলার নভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে দুদিন বয়সের একটি শিশু কণ্যা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার নিরাপত্তার মধ্যে এমন চুরি সন্দেহের চোখে দেখছেন অনেকে।
বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) বিকালে মিনিটে অপরিচিত এক নারী ক্লিনিক থেকে দ্বিতীয় তলা থেকে শিশুটি চুরি করে পালিয়ে যায়।
নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাঈদ হিমন জানান, শার্শার লক্ষনপুর ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের বিল্লাহ হোসেন তার অন্তসত্বা স্ত্রীকে গত বুধবার সকালে ভর্তী করান তার ক্লিনিকে। এদিন বিকালে শিশুটি জন্ম নেয়। বৃহস্পতিবার বিকালে ক্লিনিক বেড থেকে কৌশলে এক নারী শিশুটি চুরি করে পালিয়ে যায়। ঘটনাটি থানা পুলিশকে জানানে হলে তারা পরিদর্শন করেছেন।
চুরি হয়ে যাওয়া শিশুর বাবা বিল্লাল হোসেন জানান, তার স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে থেকে এক নারী এসে পাশ থেকে তার বাচ্চা চুরি করে। এ চুরির পিছিনে ক্লিনিকের কারো হাত থাকতে পারে ধারণা তার। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত তার সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দেবেন আশা করেন তিনি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটি উদ্ধারের কাজ করছে পুলিশ।
Leave a Reply