1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
শাকিব খানের না! - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন

শাকিব খানের না!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খান। কয়েকদিন থেকেই আলোচনায় উঠেছে এবার শিল্পী সমিতির নির্বাচন করছেন ঢালিউড কিং। সমিতির টানা তিন মেয়াদের সভাপতি ছিলেন শাকিব খান।

 

এরই মধ্যে শিল্পীদের দ্বি-বার্ষিক ভোটকে কেন্দ্র করে নানা জল্পনার তৈরি হয়েছে। যদিও নির্বাচন নিয়ে আগে কোন কথা না বললেও এবার নিজের অবস্থান তুলে ধরলেন সাকিব খান। নির্বাচন নিয়ে সব গুঞ্জন উড়িয়ে জানান কোনো নির্বাচনেই তিনি অংশ নিচ্ছেন না।

 

শাকিব বলেন, আমার এতো সময়ও নেই। আর আমি নির্বাচন নিয়ে ভাবিও না। আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে তা পুরোপুরি মনগড়া।

 

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা মনে করেন, সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে।

 

সাকিব খান বলেন, তার সিনেমার ব্যস্ততা তুলনামূলক বেড়ে যাওয়ায় তৃতীয়বার স্বেচ্ছায় নির্বাচনে অংশ নেননি। আগামীতে ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে তার পূর্ণ মনোযোগ থাকবে কাজে। তাই তিনি নির্বাচন করবেন না।

 

উল্লেখ্য, চলচ্চিত্র অঙ্গনে পর্দার বাইরে সবচেয়ে আলোচিত ঘটনা শিল্পী সমিতির নির্বাচন। বরাবরই নিজেদের সংগঠনের ভোট নিয়ে শিল্পীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। দেখা যায় নির্বাচনের দিন এফডিসিতে তারকাদের ঢল নামে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট