তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুর মূল খুনি জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতেই করা হবে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ পোগলদিঘা ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল, আওয়ামীলীগের সদস্য বাবু নারায়ন চন্দ্র পাল রানা সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সঞ্চালনা করেন।
পরে বিকেলে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহন করেন তিনি।
Leave a Reply