1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পল্টনে ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন

পল্টনে ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর পল্টন থানা থেকে ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. সাজ্জাদ হোসেন।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্টন থানার বিজয়নগরস্থ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবন্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, পল্টন থানার বিজয়নগরস্থ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ এর সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার নিকটে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে পঞ্চাশটি খাকি রংয়ের সুপারীর খোসার ভিতরে লাল কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৭,৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সাজ্জাদ কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করতো।

 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট