দিনাজপুরের নবাবগঞ্জে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অধিকার আদায়’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পলিরামদেবপুর গ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার নবাবগঞ্জ শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার নবাবগঞ্জ শাখার প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। বিশেষ অতিথি হিসেবে আদিবাসী গ্রাম প্রধান সোম হাসদা বক্তব্য রাখেন।
সভায় সংস্থার স্কোর প্রকল্পের আওতায় গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের অধিকার আদায় ও জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে গঠনকৃত নারী দলের সদস্য ও কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আদিবাসীদের জীবন মানের উন্নয়নমুলক অংশগ্রহন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, আইনী সহায়তা, নারী অধিকার, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা মুলক আলোচনা হয়।
Leave a Reply