রাজধানীর আমিনবাজারে পুরাতন লোহার বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নৌযান চলাচল। তবে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
বেইলি ব্রিজটি ভেঙে পড়ার পর বিআইডব্লিউটিএ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়, বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply