জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার বিভিন্ন গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ হতে নওদা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর ) দিনব্যাপী এসব কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনুস আলী মন্ডল, সম্পাদক হাফিজুর রহমান, পাঁচবিবি পৌর আ.লীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল সহ অন্যান্যরা।
এই রাস্তাগুলো নির্মান হলে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে বলে জানান স্থানীয়রা।
Leave a Reply