রাজধানীর বসিলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে এই অভিযান শুরু হয়। এখন পর্যন্ত একজনকে আটক করার তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনের দুই তলা থেকে একজনকে বের করে নিয়ে আসা হয়। ঘটনাস্থলের আশপাশের এলাকা নিরাপত্তা জোরদার করে র্যাব সদস্যরা। এলাকায় যান চলাচল বন্ধ এবং স্থানীয়দেরও ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাবের কমপক্ষে শতাধিক সদস্য ওই ভবনকে ঘিরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ভবনের আশপাশের এলাকায় কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
Leave a Reply