আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েরেছন তামিম ইকবাল। রয়েছেন টি-টোয়েন্টির বাইরেও বাংলাদেশি ওপেনার ব্যাটম্যান তামিম ইকবাল খান। এই ছুটির সময়ে তিনি খেলতে যেতে চান নেপালে।
তাই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছেন তিনি। নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়াম লিগ (ইপিএল) খেলার জন্য তাই অনাপত্তিপত্র চেয়েছেন এই ওপেনার। আগামী ২৪ সেপ্টেম্বর নেপালে পাড়ি জমাতে চান তিনি।
বোর্ড থেকে অনুমতি পেলে টি-টোয়েন্টি খেলতে ২৪ সেপ্টেম্বর উড়াল দেবেন নেপালে। তামিমের মতো এই আসরে খেলবেন ক্যারিবিয়ান ক্রিকেট দানব ক্রিস গেইল। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় তামিম ইকবাল।
Leave a Reply