গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ও বেলকা ইউনিয়নের জামায়াত সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের সুরুত আলীর মোড় নামকস্থানে মিছিল করাসহ নাশকতামুলক কর্মান্ডের পরিকল্পনা করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শান্তিরাম পরান গ্রামের নুরুজ্জামান সরকারের ছেলে শান্তিরাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সুজা মিয়া, পূর্ব বেলকা গ্রামের কাজির উদ্দিনের ছেলে বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া, শান্তিরাম গ্রামের নজরুল ইসলামের ছেলে জামায়াত কর্মী মিজানুর রহমান, নুরুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম। এনিয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হারুন অর রশিদ বাদী হয়ে ৩০ জন নামিও আসামি ও ৩০-৪০ জন বেনামিও আসামি করে নাশকতা মামলা করেছে।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, সরকার বিরোধী মিছিল এবং নাশকতামুলক কর্মকান্ডের পরিকল্পনা করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply