কোভিড-১৯ ও তৎপরবর্তী সময়ে সাক্ষরতার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও পুনরুদ্বারে আইসিটির ব্যবহার বৈষম্য নিরসনের গুরুত্ব এমন প্রতিপাদ্যকে সঙ্গে নেয়ে ৮ সেপ্টেম্বর (বুধবার) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ল²ীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুর-ই আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ল²ীপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহী সানী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাছিনা ইয়াছমিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুনুর রশিদ, আসাদুজ্জামান চৌধুরী, শামছুল আলম লিটু প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশে^ দেখা যায় যে জাতি যতো শিক্ষিত, সে জাতি তত উন্নত ও ক্ষমতাবান। সাক্ষরতাই শিক্ষার প্রথম সোপান, সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, মানুষ সচেতন হয়, স্বনির্ভর হয়, জন্মহার কমে, স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে। গড় আয়ু বুদ্ধি পায় এবং অর্থনেতিক প্রবৃদ্ধি ঘটে।
Leave a Reply