গল্প নয়, সত্যি। আস্ত মোবাইল ফোন গিলে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি (৩৩)। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্যক্তির পেট থেকে মোবাইল ফোনটি বের করা হয়।
এ ঘটনাটি ঘটেছে কসোভোর প্রিস্টিনা শহরে। সেখানকার ওই লোকটি নোকিয়ার ৩৩১০ মডেলের মোবাইল ফোন গিলে ফেলেছিলেন। ঘটনার পরেই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা স্ক্যান করে দেখতে পান, পেটের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গেছে ফোনটি। দ্রুত ফোনের টুকরোগুলো বের না করা হলে এর ব্যাটারির এসিড ও যন্ত্রাংশের ক্ষতিকর উপাদান শরীরে মিশে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আর অপারেশন ছাড়া সেই মোবাইলের অংশগুলো বের করা সম্ভব নয়। আর এগুলো হজম হওয়ারও বস্তু নয়।
প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারের পরেই সেগুলো পেট থেকে বের করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন চিকিৎসক স্কেনদার তেলজাকু।
Leave a Reply