1. admin@bangla-times.com : admin :
  2. banglatimesnewsbd@gmail.com : Editor :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

ব্রাজিল-আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ফিফা

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায় খেলা। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছিলেন কোয়ারেন্টিন আইন ভেঙে মাঠে নেমেছিল আর্জেন্টিনার তিন খেলোয়াড়। এদিকে খেলা চলাকালিন সময়ে এমন ঘটনায় ম্যাচ পরিত্যক্ত হওয়া ব্রাজিল ও আর্জেন্টিনা দুই বোর্ডের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফিফা।

 

ফিফা জানিয়েছে, সাও পাওলো থেকে আসা ম্যাচ প্রতিবেদন বিশ্লেষণ করার পর ব্যবস্থা নিবে তারা।

 

ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্য থেকে আসা যেকোনো ব্যক্তিকেই ব্রাজিলে পা দেওয়ার পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা, আনভিসার প্রধান আন্তোনিও বাররা তোরেস বলেন, আমাদের ওই পর্যায়ে যেতে হয়েছে, কারণ প্রথম থেকে আনভিসা যে যে নির্দেশনা দিয়েছে, তার কিছুই মানা হয়নি। তারা স্টেডিয়ামে গিয়েছে, তারা মাঠে প্রবেশ করেছে। একটার পর একটা নিয়ম ভেঙেছে।

 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, তাদের দল সব ধরনের স্বাস্থ্যবিধিই মেনে চলেছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনার পর পুরো বিশ্বেই নিন্দার ঝড় উঠেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
নোটিশ :