জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইসরাত ফারজানা।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনূর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জেলা এনজিও সমন্নয় কমিটির সভাপতি জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, এস ডি এস এ নির্বাহী পরিচালক আয়েশা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ম্যাজিট্রেড প্রতীক কুমার কুন্ডু প্রমুখ।
Leave a Reply