1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নরসিংদীতে একদিনে দুই স্থানে ট্রেনে কাটাপড়ে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথের নরসিংদী পৌর এলাকার তরোয়া ও পলাশ উপজেলার জিনারদীতে এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার খিলগাঁও গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৭), ফেনির দাগনভুইয়া মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১), একই এলাকার মো. হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)।

 

স্থানীয় ও নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, সন্ধ্যায় সম্পর্কে মামাতো ফুফাতো ভাই দুই যুবক কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে তরোয়া-বিলাসদী এলাকার রেললাইন ধরে হাটছিলেন। এসময় তারা সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

এর আগে সকাল ৯টার দিকে পলাশ উপজেলা জিনারদী এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে মারা যান সোহাগ মিয়া নামে আরও একজন।

 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ পৃথক স্থান থেকে তিন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের স্বজনেরা তাদের পরিচয় শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট