নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সরকারের সময় কাটছে সাইডবেঞ্চে বসেই। ইনডোরে ব্যাটিং অনুশীলন করার সময় লাফিয়ে ওঠা বল বাঁ-হাতে পেশিতে লেগেছে সৌম্য সরকারের। এর মধ্যে যোগ হলো এই চোট।
নিউজিল্যান্ডে বিপক্ষে চতুর্থ ম্যাচের আগে ব্যাটিং অনুশীলন করছিলেন এই টাইগার ওপেনার। ব্যাটিংয়ের সময় একটি বাঁ-হাতে লাগলে আর ব্যাটিং করেননি তিনি।
এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাতে বরফ দিয়ে ইনডোর থেকে চলে যান ড্রেসিংরুমে। সৌম্যর হাতের ইনজুরি কতটা গুরুতর সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই আঘাত কিছুটা হলেও ভোগাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবালের না থাকায় দারুণ সম্ভাবনা রয়েছে সৌম্যর। কিন্তু এর হাতের এই ইনজুরি দ্বিধায় ফেলবে নির্বাচকদের!
Leave a Reply