1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
অপহৃত স্কুলছাত্রী ২৩ দিন পর রামপুরে উদ্ধার - বাংলা টাইমস
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

অপহৃত স্কুলছাত্রী ২৩ দিন পর রামপুরে উদ্ধার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে অপহরণের ২৩ দিন পর অপহৃত এক স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের রামপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণে জড়িত থাকার অভিযোগে আমিন উল্যাহ খোকন (৫২) ও জাহানারা বেগম (২৬) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত আমিন উল্যাহ খোকন মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের আলী বক্স সেরাং মুন্সি বাড়ির আবদুর শুক্কুরের ছেলে ও জাহানারা বেগম মতিগঞ্জ ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মনসুর আলীর নতুন বাড়ির জহিরুল ইসলামের স্ত্রী।

 

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও ২২ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ডের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, মতিগঞ্জ ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মনসুর আলীর নতুন বাড়ির নূরুল হকের বখাটে ছেলে মো. কিরণ (২০) প্রেমের প্রস্তাব দিয়ে ধলিয়ার দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির এক ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছে। গত ১৪ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিল ওই ছাত্রী। বখাটে কিরণের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবাবপুর ইউনিয়নের মমতাজ মিয়ার বাজারে জসিমের রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. কিরণ, আমিন উল্যাহ খোকন, ওসমান গণি আরিফ, জাহানারা বেগম ও তারেক মীর্জার নেতৃত্বে ওই ছাত্রীকে সিএনজি অটোরিক্সা যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

 

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩এর) ৭/৩০ এ মামলা দায়ের করেন।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট