আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ’র নাম ঘোষণা করেছে দেশটির নিয়ন্ত্রণকারী গোষ্ঠী তালেবান।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি জানান, জাতিসংঘের নিষেধাজ্ঞায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নতুন সরকারের নেতৃত্ব দেবেন।
তার প্রথম ডেপুটি তালেবান গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। এছাড়া দ্বিতীয় সহকারী প্রধান মৌলভী হান্নাফি।
এনডিটিভি সূত্রে আরও জানা যায়, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এছাড়া তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
এর আগে অর্থমন্ত্রী, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছিল তালেবান গোষ্ঠী। তবে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
সরকার গঠন হলে সবার আগে স্বীকৃতি দেয়ার ঘোষণা এসেছে রাশিয়ার পক্ষ থেকে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও রাশিয়ার পক্ষ থেকে অংশ নেবেন প্রতিনিধিরা।
মার্কিন শীর্ষ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সেনারা ভবিষ্যতে আবার আফগানিস্তানে ফিরে যাবে।
Leave a Reply