২০২১ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য (বাংলা ও ইংরেজি ভার্সন) অষ্টম সপ্তাহের আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (৬ সেপ্টেম্বর) মাউশি’র পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রনয়ণকৃত ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী অষ্টম সপ্তাহের আ্যসাইনমেন্ট বিতরণ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদেও প্রদান ও গ্রহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশকমে অনুরোধ করা হলো।
Leave a Reply