1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
স্কুল-কলেজে সপ্তাহে কত দিন ক্লাস হবে জানালো মাউশি - বাংলা টাইমস
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

স্কুল-কলেজে সপ্তাহে কত দিন ক্লাস হবে জানালো মাউশি

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ১৮ মাস পর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলা খুলছে ১২ সেপ্টেম্বর। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুললেও কতদিন ক্লাস হবে তা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

অধিদপ্তর জানায়, শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসানো হবে। আর ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন। এছাড়া ২০২২ সালের পরীক্ষার্থীদের দুইদিন ক্লাশ নেয়া হবে। ষষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেওয়া হবে। মাধ্যমিকের সকল স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে আমরা মৌলিক ক্লাস রুটিন তৈরি করছি। সেটি অনুসরণ করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট