1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সালমান খান ও অক্ষয় কুমারসহ ৪০ তারকার বিরুদ্ধে মামলা - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০০ অপরাহ্ন

সালমান খান ও অক্ষয় কুমারসহ ৪০ তারকার বিরুদ্ধে মামলা

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন এবং রাকুল প্রীত সিংসহ ৩৮ জন তারকার বিরুদ্ধে মামলা হয়েছে। দিল্লির উকিল গৌরব গুলাটি সবজিমান্ডি পুলিশ থানায় ভারতীয় পেনাল কোড ধারা ২২৮ এ-এর অধীনে মামলাটি করা হয়।

 

জানা গেছে, ২০১৯ সালে হায়দরাবাদে একটি মেয়েকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। সে সময় সামাজিক মাধ্যমে অনেকেই এ নৃশংস ঘটনার প্রতিবাদ জানান। বলিউডের এই তারকারাও ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু এরমধ্যে অনেক তারকা মেয়েটির পরিচয় প্রকাশ করেন। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বলিউড তারকাদের পাশাপাশি এই তালিকায় দক্ষিণী তারকাদের নামও আছে।

 

ভারতীয় তারকারা আইন ভেঙে ধর্ষণের শিকার মেয়েটির পরিচয় সামনে এনেছেন। গৌরব গুলাটি তার অভিযোগপত্রে এই তারকাদের দ্রুত গ্রেপ্তারের জন্যও দাবি জানান।

 

তার অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট