1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ভেজাল আইসক্রিম কারখানার চার মালিকের জরিমানা - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন

ভেজাল আইসক্রিম কারখানার চার মালিকের জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাটে ভেজাল চারটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৫) জয়পুরহাট কাম্পের সদস্যরা। জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস এবং অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্ত্তীণ কাঁচামাল ও রং ব্যবহারের দ্বায়ে রানী, রাজীব, মিতু, রিতু সহ চার কারখানার মালিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন।

 

র‌্যাব ৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চারটি আইসক্রিম কারখানায় ক্ষতিকর রং, স্যাকারিন, অ্যারারুট ও বার্লি মিশিয়ে আইসক্রিম তৈরি করে আসছিলেন কারখানার মালিকরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

 

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন জানান, এসব আইসক্রিম খেয়ে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। আর গরমের সময় আইসক্রিমের চাহিদা বেশি থাকায় ছোট-ছোট কারাখানায় উৎপাদিত আইসক্রিমের চাহিদাও বেশি থাকে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট