মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিজন সিংহের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দুটি পাসপোর্ট যুক্তরাষ্ট্রের পিআর কার্ডসহ লুটে নিয়েছে। এ ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় কুলাউড়া সার্কেল জুড়ি থানার ওসি গঠনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
জানা যায়, জুড়ি উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের রাজ কিশোর সিংহের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) রাজ কিশোর সিংহ (৭৭) এর ছোট ছেলে বিমল সিংহ (৩৫) বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল তাদের ঘরের কেচি গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ব্যবহৃত ১টি মোবাইলফোন, তাঁর বাবা রাজ কিশোর সিংহের দুইটি পাসপোর্ট যুক্তরাষ্ট্র পিআর কার্ডসহ নগদ ৭০-৮০ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনার পর আদিবাসি (মনিপুরি) সম্পদায় যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারের সদস্যরা আতংকে ভুগছেন।
জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন।
এ ব্যাপারে জুড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজন সিংহ আমাকে ফোনে তাদের বাড়িতে ডাকাতির ঘটনা জানিয়েছেন।
ষ্থানীয় চেয়ারম্যান সালেহ আহমেদ জানানম, তাদের বাড়িতে লোকাল কেউ যায় না। পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে জয়নাল নামে একজনকে তার ছেলে মেয়ের জামাইকে অজতা টানাটানি করছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়েই সার্কেল অফিসার ও জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের পরীপেক্ষিতে তদন্ত করা হচ্ছে।গঠনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Leave a Reply