জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা।
সোনাইমুড়ী উপজেলা জামায়েত আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে চৌমুহনী ব্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাচারি বাড়ির মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, চেীমুহনী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, শিবিরের নোয়াখালী উত্তর সভাপতি মো.সুমন।
বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল হওয়ার বিষয়টি লোক মুখে জেনেছেন। তবে পুলিশ মিছিল করতে দেখেনি।
অপরদিকে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে মঙ্গলবার সকালে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করছে। সোনাইমুড়ী উপজেলা জামায়েত ইসলামের আমির হানিফ মোল্লা বিষয়টি স্বীকার করে বলেন কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে জেলার প্রত্যেকটি উপজেলায় তাদের কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনাইমুড়ী বাজারে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম বলেন জামায়াত ইসলাম বিক্ষোভ মিছিল করেছে মর্মে তার কাছে কোন সংবাদ নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-প্রশাসন) দীপক জ্যোতি খীসা বলেন, জামায়াত ইসলামের লোকজন জেলার কোথাও কোন বিক্ষোভ সমাবেশ করছে বলে তার জানা নেই।
Leave a Reply