1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
জয়পুরহাটে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি দুদু - বাংলা টাইমস
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

জয়পুরহাটে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি দুদু

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের পূর্ব পারুলিয়া টুকুর মোড় থেকে শ্যামপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে পূর্ব পারুলিয়া টুকুর মোড়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। এ রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৬ লক্ষ ২০ হাজার টাকা প্রায়।

 

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন। তার একজন কর্মী হিসেবে এ এলাকায় কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।

 

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রাজা চৌধুরী, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবী সুজন কুমার মন্ডল সহ অন্যরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট