জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক সফর ও সম্মেলন নিয়ে আগামী বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে অনুষ্ঠিত হবে কাযনির্বাহী কমিটির বৈঠক। আগামী বছর কাউন্সিল অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, দুই মাস পর পর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা, তবে করোনার কারণে গত ৩ অক্টোবরের পর আর অনুষ্ঠিত হয়নি দলের কাযনির্বাহী কমিটির সভা। ফলে সাংগঠনিকভাবে অনেকটাই স্থবির হয়ে পড়ে দলীয় কর্মকাণ্ড ।
প্রায় বছর খানেক পর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গনভবনে বসতে যাচ্ছে ওয়ার্কিং কমিটির বৈঠক। সাংগঠনিক কর্মকান্ড, বিশেষ করে জেলা-উপজেলায় কোন্দল নিরসনসহ জেলা উপজেলার সম্মেলন নিয়ে জোর বার্তা দিবেন দলীয় প্রধান ।
এদিকে, ওয়ার্কিং কমিটির বৈঠক শেষেই আটটি সাংগঠনিক টিম সারাদেশ সফরে যাবে। ওয়ার্কিং কমিটি থেকে পাওয়া নির্দেশনা তৃণমূলের কাছে পৌছে দিবেন নেতারা।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আট বিভাগে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪৩টি এখনো মেয়াদোত্তীর্ণ কমিটি। কেন্দ্রীয় সম্মেলনের আগে মাত্র ২৯টি জেলায় সম্মেলন করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্ত নেতারা ।
Leave a Reply