রাজধানীর উত্তরখান থেকে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মো. হুমায়ুন কবির ও মো. সুমন শিকদার।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ জানান, সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে উত্তরখান থানার মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করা হয়। এসম তার হেফাজত হতে ২৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, অপর এক অভিযানে একই দিন বিকাল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার বালুরমাঠ এলাকা হতে সুমনকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ুন কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
Leave a Reply