ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি। গত আড়াই মাসে যা এই হাসপাতালে সর্বনিম্ন মৃত্যু।
তবে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে একজন মারা গেছে। মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল খালেক (৫২)।
মঙ্গলবার (৭ সেম্পেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনা ইউনিটে সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৭ জন ভর্তি হয়েছে। মোট রোগী রয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৭ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।
Leave a Reply