1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
গর্ভবতী নারী পুলিশকে হত্যা করল তালেবান - বাংলা টাইমস
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

গর্ভবতী নারী পুলিশকে হত্যা করল তালেবান

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
গর্ভবতী নারী পুলিশকে হত্যা করল তালেবান

আফগানিস্তানে এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। ওই নারী পুলিশের নাম বানু নিগার। মধ্যাঞ্চলের ঘোর প্রদেশের ফিরোজকোহ শহরে তার আত্মীয়দের সামনেই তাকে গুলি করা হয়। নিগার স্থানীয় কারাগারে কাজ করতেন এবং আট মাসের গর্ভবতী ছিলেন।

 

নিহতের পরিবার বলছে, স্থানীয় তালেবান এই ঘটনার তদন্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

 

ফিরোজকোহ শহরে অনেকেই এ ঘটনায় মুখ খুলতে চাইছে না। এই ঘটনার এমন কিছু ছবি আত্মীয়-স্বজনরা শেয়ার করেছেন, যাতে একটি কক্ষের দেয়ালে ছিটকে পড়া রক্তের দাগ দেখা যায়, সামনে পড়ে আছে একটি লাশ। নিহতের মুখ মারাত্মকভাবে বিকৃত।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন বন্দুকধারী ব্যক্তি ওই নারী পুলিশ সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এরপর পরিবারের সদস্যদের সামনেই বানু নিগারকে গুলি করা হয়।

 

উল্লেখ্য, গত ১৩ই অগাস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা নিজেদের আগের চেয়ে অনেক সহনশীল বলে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আফগানিস্তানের বিভিন্ন জায়গা থেকে এখনো তাদের নিষ্ঠুরতা এবং নির্যাতনের নানা খবর পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট