1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
তালেবানের সাথে সংঘর্ষে ফাহিম দাশতি নিহত - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন

তালেবানের সাথে সংঘর্ষে ফাহিম দাশতি নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

তালেবানের সাথে সংষর্ঘে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি নিহত হয়েছেন।

 

আহমাদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারাও এই সংঘর্ষে মারা গেছেন।রোববার (৫ সেপ্টেম্বর) রাতে তাদের মৃত্যু হয়।

 

ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমাদ শাহ মাসুদের এক সময়কার প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়ের সাবেক সভাপতি।

 

আহমাদ মাসুদ এক টুইটার বার্তায় লিখেছেন, আহমাদ শাহ মাসুদের ওপর হামলায় ফাহিম দাশতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবার পাঞ্জশিরে আরেক হামলায় তিনি প্রাণ হারান।

 

২০০১ সালে দুই তালেবান সদস্যের আত্মঘাতী হামলায় পাঞ্জশিরের সিংহ হিসেবে পরিচিত আহমাদ শাহ মাসুদ নিহত হন। হামলাকারীরা সাংবাদিক পরিচয়ে মাসুদের সাক্ষাৎকার নিতে গিয়েছিল। ওই হামলায় ফাহিম দাশতি আহত হয়েছিলেন। আফগানিস্তানে রুশ বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুজাহিদ নেতা আহমাদ শাহ মাসুদ এবং তিনি পাঞ্জশিরে রুশ বাহিনীর আধিপত্য মেনে নেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট