কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবরার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হোমিও চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। কাগজপত্র না দেওয়ায় দুইজনকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দম্পতির দুই ছেলে প্রবাসে রয়েছেন।
পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, ধারণা করা হচ্ছেতাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, প্রায় দুই মাস আগে সৈয়দ বিলাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ওই সময় লুট হওয়া মালামাল কিছুদিন পরে পুত্রবধূ শিউলীর কাছ থেকে উদ্ধার করা হয়।
পরে শিউলি স্বীকার করেন, ডাকাতির ঘটনা তিনি সাজিয়েছিলেন। এরপর এমন কাজ আর কখনও করবেন না জানিয়ে শিউলি ফের শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও তিনি জড়িত থাকতে পারেন।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী দম্পতির পুত্রবধূ শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
Leave a Reply