লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ভাদুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কেথুড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি ওসি।
গ্রেফতাররা হলেন- মৃত ইব্রাহিম খলিল এর ছেলে কাউছার হামিদ (২৯), তার সহযোগী মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ রাজু (২৫), ও বিল্লাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৬)। তারা ৩ জনই রামগঞ্জের পূর্ব ভাদুর এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া জানান, সকালে রামগঞ্জের ভাদুর ইউনিয়নের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা সকলে চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত কাউছার হামিদের বিরুদ্ধে ২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।
Leave a Reply