1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
রামেকের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন

রামেকের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে।

 

এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ছয়জন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও ১০ জনের মৃত্যু হয়েছিলো।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন ছিলেন। মৃত দশজনের প্রত্যেকেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে মহিলা সাতজন ও পুরুষ তিনজন রয়েছেন। তাদের বয়স ১১ থেকে ৬১ মধ্যে।

 

রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৫১জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬০জন ও করোনা নেগেটিভ ২২জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

 

পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ, চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ, নাটোরে ১২ দশমিক ৯৫ শতাংশ ও জয়পুরহাটে ৮ দশমিক ৩৩ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট