এই মুহূর্তে পুণেতে রয়েছেন শাহরুখ খান। সেখানেই চলছে দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবির শুটিং। তার বিপরীতে অভিনয় করছেন সাউথের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এছাড়াও সানিয়া মালহোত্রা ও প্রিয়ামণিও রয়েছেন এই ছবিতে।
তবে শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়তে হল শাহরুখ খানকে। পুণের মেট্রো স্টেশনে শ্যুটিং চলছিল। সব কিছু যাতে স্বাভাবিক লাগে তাই পরিচালক যাত্রীদের মাঝেই শাহরুখের শট নেওয়ার কথা ভাবেন।
সেই মতো অফিস যাত্রীদের সঙ্গে মেট্রোতে উঠতে যান শাহরুখ। আর তখনই শুরু হয় শোরগোল। শাহরুখ কালো পোশাক ও মাথায় কালো ফেট্টি বেঁধে সাধারণের সঙ্গে মেট্রোতে উঠতে যান।
ঠিক সে সময়ই সকলে চিনে ফেলেন শাহরুখ খানকে। কিছু বুঝে ফেলার আগেই সাধারণ মানুষ ঘিরে ধরেন তাকে। এই দৃশ্য দেখে অবাক হন শাহরুখ।
মেট্রো স্টেশনে হাইজ্যাকের দৃশ্য চলছিল। তবে পুলিশের তৎপরতায় সব কিছু নিয়ন্ত্রণে আসে। এবং শ্যুটিং হয়। এর পর শাহরুখ বহু মানুষকে অটোগ্রাফ দেন। ছবি তোলেন। এমনকি মেট্রো কর্মীদের সঙ্গে আড্ডাও জমান।
Leave a Reply