1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
বংশালে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

বংশালে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর বংশালে ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বংশাল থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো-মো. আব্দুর রাজ্জাক ওরফে তারা ও মো. রবিউল ইসলাম।

 

বংশাল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বংশাল থানার কাজী আ. হামীদ লেন, নিউ-আল আমিন হোটেল এন্ড মিনি চাইনিজ এর সামনে একজন মাদককারবারী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ রাজ্জাককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৭০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

 

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রাজ্জাকের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বেলা সোয়া ২টার সময় গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ৫০০ পি৭ ইয়াবাসহ রবিউলকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বংশাল থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট